শনিবার, ডিসেম্বর ৭

অবশেষে টিকলো না শরীফুল রাজ ও পরীমণির সংসার

0

বিনোদন ডেস্ক: অবশেষে টিকলো না শরীফুল রাজ ও পরীমণির সংসার। দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল তাদের সংসারে। তারই জেরে শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। জানা গেছে, গেল ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন পরী। যদিও রাজ এখনো কাগজ হাতে পায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির ঘনিষ্ঠ এক সূত্র। এ বিষয়ে সময়নিউজটোয়েন্টিফোরডটকম এর পক্ষ থেকে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বছর গড়াতেই বিচ্ছেদের গুঞ্জন ওঠে এই দম্পতিকে নিয়ে। পরে বার বার তাদের মিল দেখা গেলেও অবশেষে বিচ্ছেদের গুঞ্জন সত্যি হলো। উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

Share.