ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীর নাম আজ বুধবার (৮ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্থানীয় সময় দুপুর ১১টা ৪৫ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেলজয়ীর নাম প্রকাশ করবে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।চলতি বছরের প্রথম নোবেল পুরস্কার গত সোমবার (৬ অক্টোবর) ঘোষণা করা হয়। সেদিন চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীদের নাম প্রকাশ করা হয়। চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী মেরি ই. ফ্রাঙ্কো এবং ফ্রেড রামসডেল, পাশাপাশি জাপানের গবেষক শিমন সাকাগুচি। তাঁরা ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে গবেষণার জন্য এ সম্মাননায় ভূষিত হয়েছেন।এর পরদিন মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তিন বিজ্ঞানী— জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস। তাঁদের গবেষণা ছিল বৈদ্যুতিক বর্তনীর মধ্যে স্থূল কোয়ান্টাম টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন সংক্রান্ত।আজকের ঘোষণার অপেক্ষায় রয়েছে রসায়নের নোবেল। গত বছর এ বিভাগে নোবেল পেয়েছিলেন তিনজন বিজ্ঞানী— ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন জাম্পার। ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের এবং ডেমিস হাসাবিস ও জন জাম্পার যুক্তরাজ্যের নাগরিক।ডেভিড বেকারকে ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন’-এ অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এটি ছিল অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং এক গবেষণা। অন্যদিকে, ডেমিস হাসাবিস ও জন জাম্পারকে পুরস্কৃত করা হয় ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’ বা প্রোটিনের জটিল গঠন কাঠামো পূর্বানুমান করার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের জন্য। তাঁদের গবেষণায় ৫০ বছরের পুরোনো একটি বৈজ্ঞানিক সমস্যার সমাধান সম্ভব হয়েছে।
আজই জানা যাবে রসায়নের নোবেল বিজয়ীর নাম
0
Share.