আজ দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজীর ৮ম মৃত্যুবার্ষিকী

0
গাজী মোঃ জামিল: আজ দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজীর ৮ম মৃত্যুবার্ষিকী। দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজী তিনি নবীগন্জ উপজেলা গঠনের পর পর দু’বার তিনি নবীগন্জ উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার যোগ্যতায় মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নেন। তাই দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজীর জনপ্রিয়তা ছিল অসীম। ছোট থেকে বড় এমনকি সকলেই উনাকে দায়িত্বশীল চেয়ারম্যান ও একজন সাহসী সালিশ ব্যাক্তিত্ব হিসেবে খুবই ভালোবাসতেন। জানা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করে সেখানে অধ্যয়নকালে ৭১এর মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। তখন তিনি চলে আসেন তাঁর গ্রামের বাড়ি দিনারপুর পরগণায়। সেখানে এসে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সে জন্যে তাঁকে মুক্তিযোদ্ধা সম্মাননা পদক প্রদান করা হয়। দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজী নবীগন্জ উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে ক্যান্সার রোগে আক্রান্ত হন। ক্যান্সার রোগের জন্য উনাকে অনেকবার চিকিৎসা করানো হয়। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে ঘুরতে গেলে তিনি সেখানেও অসুস্থ হয়ে পরেন। পরে তাকে ইংল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন। তবে ইংল্যান্ডের ডাক্তারদের মতে তখন তার মৃত্যু হয় নিউমোনিয়ায়। মৃত্যুর পরে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা তাকে হযরত শাহজালাল র. দরগাসংলগ্ন কবরস্হানে দাফন করা হয়। আজ উনার ৮ম মৃত্যুবার্ষিকী। আজ এইদিনে দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজীর প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

Share.