বুধবার, মার্চ ২৯

আস্থাভোটে টিকে গেলেন ইমরান খান

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোট জয় পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মাত্র ছয় ভোটের ব্যবধানে জয়লাভ করেন। আজ শনিবার (৬ মার্চ) এই ভোট অনুষ্ঠিত হয়। রয়টার্সের খবরে বলা হয়, আস্থা ভোটে ইমরান খানের জয়ের জন্য ১৭২টি ভোটের প্রয়োজন ছিল, তবে তিনি পেয়েছেন ১৭৮টি ভোট। সংসদের স্পিকার এই ফলাফল ঘোষণা করেন।এর আগে, এই সপ্তাহের প্রথম দিকে দেশটির অর্থমন্ত্রী সিনেট আসনে হেরে যান। এরপর ইমরান খান নিজেই সংসদে আস্থা ভোটের আয়োজন করেন। তবে দেশটির বিরোধীদল এই ফলাফল বর্জন করেছে।

Share.