শনিবার, ডিসেম্বর ৭

এক সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

0

ঢাকা অফিস: রাতের আঁধারে খালি ঘর থেকে ডেকে নিয়ে মাদারীপুরের কালকিনিতে এক সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চরফতে বাহাদুর এলাকার দক্ষিণ চরফতে বাহাদুর গ্রামের এক সন্তানের জননী বাংলাদেশ সময় রাতের খাবার খেয়ে তার শিশু সন্তানকে নিয়ে একা ঘরে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে একই এলাকার জামাল খানের ছেলে পারভেজ খান তাকে ঘর থেকে বাড়ির পাশের পুকুর পাড় ডেকে নিয়ে যায়। এ সময় তাকে জোরপূর্বক নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পারভেজ ও তার ৪/৫জন বন্ধু মিলে দলবেঁধে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করে। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Share.