এনজিও ও সুদ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে ৫০০ পরিবার এলাকাছাড়া!

0

ঢাকা অফিস: নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এনজিও ও সুদ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে এলাকা ছাড়া হয়েছে অন্তত ৫০০ পরিবার। সুদের লেনদেন নিয়ে নানা জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটে থাকে। এ বিষয় নিয়ে নাজিরপুর এলাকায় একজন খুনও হয়েছেন। মঙ্গলবার গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উদ্বেগের সাথে এসব কথা বলেন। ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে সভায় বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

Share.