শনিবার, ডিসেম্বর ৭

এবার মেয়ের বিরুদ্ধে মায়ের কোটি টাকার মানহানি মামলা!

0

বিনোদন ডেস্ক: অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের নামে টানা অভিযোগ করে যাচ্ছিলেন তার সৎমেয়ে এষা বর্মা। কখনও বাবা অশ্বিন বর্মার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক কখনো বা নিজের মায়ের গয়না চুরির অভিযোগ আনছিলেন রুপালির বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো জবাব না দিলেও আজ মঙ্গলবার সকালে তিনি এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। রূপালির আইনজীবী সানা রাইস খান জানান, নিজের সম্মানরক্ষার স্বার্থে অবশেষে রূপালি আইনি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। গত বেশ কয়েক দিন যাবত সমাজিক মাধ্যম তোলপাড় করে এষা অভিনেত্রী সৎমা রূপালির বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করেন। আইনজীবীর কথা অনুযায়ী, এষা নিজেকে আলোচনায় রাখতে মিথ্যা অভিযোগ সাজাচ্ছে। এতে সামাজিক ও পেশাগতভাবে রূপালির সম্মানহানি ঘটছে। এষার বক্তব্যে রূপালির সম্মানের ভাব নষ্ট হচ্ছে এবং এই অকারণ দুর্নামে সে মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত। আর যদি সে চুপ থাকে তবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে।

Share.