শনিবার, ডিসেম্বর ৭

এলপিজির নতুন দাম নির্ধারণ

0

ঢাকা অফিস: বাংলাদেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম কমানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৫৬ টাকা থেকে ১ টাকা কমিয়ে এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সাংবাদিক সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন। একই সঙ্গে জানানো হয়, এদিন সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হবে। এর আগে, গত দুই অক্টোবর এলপি গ্যাসের দাম ১২ কেজিতে ৩৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৬ টাকা করে বিইআরসি। এর আগের মাস সেপ্টেম্বরে ১২ কেজিতে ৪৪ টাকা দাম বাড়িয়ে এক হাজার ৪২১ টাকা করা হয়েছিল। এদিকে, গত এক নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা ৫০ থেকে ৫০ পয়সা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

Share.