বৃহস্পতিবার, নভেম্বর ১৪

গভীর রাতে করোনা সন্দেহে নারীকে জঙ্গলে ফেলে গেলো স্বামী-সন্তান!

0

ঢাকা অফিস: করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে গভীর রাতে এক নারীকে জঙ্গলে ফেলে গেলেন তার স্বামী-সন্তান ও স্বজনরা। গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন ওই নারী। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ ওই নারীর কাছে যেতেও সাহস পাচ্ছিলেন না। পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। এরপর ওই নারীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। সোমবার গভীর রাতে এমনই ঘটনা ঘটেছে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামে। ওই নারীর নাম মাজেদা বেগম (৫০)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। গজারিয়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান আবদুল মান্না মিঞা বলেন, ‘অপরিচিত ওই নারী জঙ্গলে কান্নাকাটি করছিলেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়। এরপর ডাক্তার ও পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীকে নিয়ে গেছেন।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। ওই নারী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। তার শ্বাসকষ্ট ও গলা ব্যথা রয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ‘ওই নারীর স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। তার স্বামী-সন্তান আর স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে জঙ্গলে ফেলে রেখে সকালে বাড়ি নেবে বলে আশ্বাস দিয়ে পালিয়ে যায়।’

Share.