ঘরে আগুন দিয়ে মাকে ‌হত্যাচেষ্টা

0

ঢাকা অফিস: কক্সবাজারের চকরিয়ায় ঘরে আগুন দিয়ে মাকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আগুনে ঘর পুড়ে গেলেও প্রাণে বেঁচে যান মা আয়েশা বেগম ও শিশুসহ পরিবারের সাত সদস্য। বুধবার বাংলাদেশ সময় ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জমিদার পাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢেমুশিয়া এলাকার বাসিন্দা মাস্টার সিরাজুল হক মারা যাওয়ার সময় কিছু জমি রেখে যান। ওই জমি নিয়ে জীবিকা নির্বাহ করেন তার স্ত্রী আয়েশা বেগম। বাবার রেখে যাওয়া জমির ভাগ চায় মাস্টার সিরাজুল হকের ছেলে দিদারুল হক। তবে এখন জমির ভাগ দিতে নারাজ মা। বড়ভাই রিদুয়ানুল হক বলেন, আমরা চার ভাই। আমার বাবা মারা যাওয়ার পর তার সব জমি মায়ের অধীনে রয়েছে। এসব জমি থেকে পাওয়া আয় দিয়ে মায়ের চিকিৎসাসহ যাবতীয় খরচ নির্বাহ করা হয়। কিন্তু আমার ছোট ভাই দিদারুল হক জমির ভাগ চায়। মা মারা যাওয়ার পর আমরা জমি ভাগ করে নেওয়ার কথা বললেও মানতে নারাজ দিদারুল। আমার মা বর্তমানে ছোট ভাই মাস্টার সাইফুল হকের বাড়িতে অবস্থান করেন। তাকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়ির মালিক মাস্টার সাইফুল হক বলেন, আগুনে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এর আগে তিনবার তার ঘরে আগুন দেওয়া হয়। রাতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে বাড়ির ভেতরে থাকা লোকজনকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, আগুনে ঘর পোড়ার খবর পেয়ে সকালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Share.