চলচ্চিত্র অভিনেতা দিপুল দেওয়ান আর নেই

0

ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা দিপুল দেওয়ান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৪ মার্চ) নিজ বাসভবনে দিপুল দেওয়ান ইন্তেকাল করেন বলে জানা গেছে। আজ বিক্রমপুরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বাংলাদেশের অগণিত চলচ্চিত্রের অভিনেতা দিপুল দেওয়ান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য তিনি। দেশের চলচ্চিত্রের দুর্দিনেও তিনি সবসময় সংশ্লিষ্ট থেকেছেন তার প্রিয় এই অঙ্গনে। এবার সেই অঙ্গন ছেড়ে চিরবিদায় নিলেন তিনি। তার রুহের মাগফেরাত কামনা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

Share.