রবিবার, সেপ্টেম্বর ১৫

চলে গেলেন পণ্ডিত যশরাজ

0

বিনোদন ডেস্ক: ভারতের বিখ্যাত ধ্রুপদি সংগীতশিল্পী পণ্ডিত যশরাজ মারা গেছেন। গতকাল সোমবার (১৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল খবরে জানিয়েছে, পণ্ডিত যশরাজ স্ত্রী মধুরা শান্তরম, ছেলে শারং দেব পণ্ডিত, মেয়ে দুর্গা যশরাজসহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোক নেমে এসেছে।পণ্ডিত যশরাজের সংগীত ক্যারিয়ার ৮০ বছরের এবং জীবনে বহু সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। জীবিতাবস্থায় এ সংগীত-কিংবদন্তি পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন।

Share.