শনিবার, ডিসেম্বর ৭

জামায়াত ও বিএনপির আদর্শগত পার্থক্য রয়েছে: ফখরুল

0

ঢাকা অফিস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনায় যুগপৎ আন্দোলনে থাকলেও জামায়াত ও বিএনপির আদর্শগত পার্থক্য রয়েছে। দুইটি দলেরই চিন্তা ও উদ্দেশ্য ভিন্ন। আমাদের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়ার ক্ষেত্রে কোনো দূরত্ব নেই। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত ইসলামী সম্পূর্ণ একটি রাজনৈতিক দল। আমরা আলাদা একটি রাজনৈতিক দল। জামায়াতের চিন্তা, সবকিছু আমাদের থেকে ভিন্ন। তাদের সঙ্গে আমাদের নির্বাচনী জোট হয়েছিল ২০০১ সালের আগে, পরবর্তীকালে গণতন্ত্রকে ফিরে পেতে আমরা একসাথে আন্দোলন করেছি। পরে সেটারও পরিবর্তন হয়, আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। অন্তর্বর্তী সরকারকে আমরাও সমর্থন করছি, তারাও সমর্থন করছে; আমি খুব একটা পার্থক্য দেখতে পারছি না। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনো প্রগতিশীল দল নয়, বিএনপি একটি মৌলবাদী দল, এভাবেই প্রচারণা চালানো হয়েছে। এটা প্রচারের উদ্দেশ্য ছিল, বিএনপিকে একটি ভুল ন্যারেটিভ দিয়ে আধুনিক বিশ্ব থেকে সরিয়ে দেয়া। বিএনপি টোটালি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। প্রগতি বলতে যা বুঝায় তা তো বিএনপি। ফ্যাসিবাদের জায়গা বিএনপিতে নেই, স্বৈরচারের জায়গা বিএনপিতে নেই। বিএনপিতে পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি কোনো মৌলবাদী দল নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বললেন, একটাই লক্ষ্য গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করা। প্রয়োজন হলে আবারও রাস্তায় নামবো। আমরা অবশ্যই তাদেরকে (অন্তর্বর্তী সরকার) একটা যৌক্তিক সময় দিতে চাই। রাতারাতি সব তো সম্ভব না।

Share.