ট্রাম্পের সমাবেশে উপস্থিত হওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক রাজনৈতিক সমাবেশে উপস্থিত হওয়া এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ওই সমাবেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও উপস্থিত ছিলেন। শনিবার মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবরে বলা হয়েছে, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স দেশটির রক্ষণশীল রাজনীতিকদের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশ। এতে হাজারো মানুষ উপস্থিত হন। ২৬-২৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত এই সমাবেশে ট্রাম্প ও পেন্স ছাড়াও দেশটির মন্ত্রিসভার একাধিক সদস্য ও হোয়াইট হাউসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বরাত দিয়ে সমাবেশের আয়োজক আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন টুইটারে জানিয়েছে, নিউ জার্সির একটি হাসপাতাল এক ব্যক্তিকে পরীক্ষা করেছে এবং সিডিসি নিশ্চিত করেছে আক্রান্তের কথা। ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইন করা হয়েছে এবং নিউ জার্সিতে চিকিৎসাধীন আছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে প্রেসিডেন্ট বা ভাইস-প্রেসিডেন্টের কোনও সাক্ষাৎ বা সংস্পর্শ হয়নি। এমনকি ওই ব্যক্তি অনুষ্ঠানের মূল কক্ষে ছিলেন না। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। আর এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৯। শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার ড. স্টিফেন হ্যান।

Share.