ডায়ানার ব্যবহৃত লাল রঙের সোয়েটার ৯ লাখ ২০ হাজার পাউন্ড বিক্রি হয়েছে

0

ডেস্ক রিপোর্ট: প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত সোয়েটারটি নিলামে প্রায় ১২ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৮২০ টাকায় (৯ লাখ ২০ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে। নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সুথবিস ডায়ানার পোশাকটি সম্প্রতি নিলামে তোলে। ডায়ানার লাল রঙের এই সোয়েটারে একটি ‘ব্ল্যাক শিপ’ এর পাশাপাশি রয়েছে অসংখ্য সাদা ভেড়াও। তবে ‘ব্ল্যাক শিপ’ থাকায় সোয়েটারটি দৃষ্টি কেড়েছিল ডায়ানাভক্তদের। সুথবিস গত ৩১ আগস্ট প্রিন্সেস ডায়ানার সোয়েটারের নিলাম শুরু করে। নিলামের চূড়ান্ত মিনিট পর্যন্ত শীর্ষ দর উঠেছিল ২ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৩৪০ টাকার (২ লাখ ডলার) নিচে। সুথবিস এই সোয়েটারের আনুমানিক দাম ধরেছিল ৫০ হাজার থেকে ৮০ হাজার ডলার। প্রতিষ্ঠানটি নিলামে বিজয়ী সর্বোচ্চ দরদাতার পরিচয় প্রকাশ করেনি। ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল ডায়ানার এই সোয়েটারটি তৈরি করেছিল। নকশা করেছিলেন এই ফ্যাশন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সালি মুর ও জোয়ানা অসবর্ন। নিলামে ওঠা সোয়েটারটিকে রাজপরিবারে প্রিন্সেস ডায়ানার অবস্থানের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়। প্রিন্সেস ডায়ানার সাধারণ পোশাকটি গত মার্চে সংরক্ষিত জায়গা থেকে বের করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে নিলামে বিক্রি হওয়া ডায়ানার যে কোনো জিনিসের চেয়ে এটি বেশি দামে বিক্রি হলো।

Share.