শনিবার, ডিসেম্বর ৭

দক্ষিণ কোরিয়ার উপকূলের দিকে এবার একের পর এক গোলা ছুড়ল উত্তর কোরিয়া

0

ডেস্ক রিপোর্ট: এবার দক্ষিণ কোরিয়ার সাগর উপকূল লক্ষ্য করে মুহুর্মুহু গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার সকালে সাগর অভিমুখে অন্তত ৮০টি গোলা নিক্ষেপ করে দেশটি। কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়ার মেয়াদ আরও পাঁচ দিনের জন্য বাড়ানোর ঘোষণা দেয়ার পর পিয়ং ইয়ং এ পদক্ষেপ নিল। গত সোমবার ওয়াশিংটন ও সিউল ওই যৌথ মহড়া শুরু করেছিল। মহড়ার সময়সীমা বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ং ইয়ং। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি পাক জং-চোন বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত যৌথ বাহিনীর উস্কানিমূলক সামরিক কর্মকাণ্ডের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে।” তিনি মহড়ার সময়সীমা বৃদ্ধির ঘটনাকে ‘একটি ভয়াবহ ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন। এর আগে গত কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণ কোরিয়া পরস্পরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র দু’দেশের উপকূলে আঘাত হেনেছে। এর ফলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কারণে সৃষ্ট উত্তেজনা আরো বেড়ে গেছে। পিয়ং-ইয়ং বিশাল আকারের ওই সামরিক মহড়া অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন ও সিউলের মধ্যকার যেকোনো মহড়াকে উত্তর কোরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি বলে মনে করে পিয়ং ইয়ং। উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “আর বেশিদিন এ ধরনের সামরিক উত্তেজনা সহ্য করা হবে না।

Share.