নুরুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0

ঢাকা অফিস: সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি ও মানহানিকর তথ্য প্রচারের অপরাধে ডাকসু ভিপি নুরুল হক নুরুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। নুরসহ অজ্ঞাত আসামিও রয়েছে মামলায়। আজ শনিবার ধানমন্ডি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্ণব হোড় বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি স্বীকার করে ধানমন্ডি থানার ওসি হুমায়ুন কবির বলেন, নুরুসহ অজ্ঞাত আসামি আছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি রজ্জু করা হয়েছে।

Share.