ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও পর্বতারোহী বালিন মিলার পর্বতারোহণের সময় যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের বিখ্যাত এল ক্যাপিটান থেকে পড়ে মারা গেছেন। ওই সময় টিকটকে লাইভস্ট্রিম চলছিল। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৩ বছর।বুধবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রায় ৩ হাজার ফুট উঁচু গ্রানাইট দেয়াল এল ক্যাপিটান-এ একক দড়ি ব্যবহার করে ওঠতে যান তিনি। সেই সময় মিলার দুর্ঘটনার শিকার হন। এই মুহূর্তটি হাজারো অনুসারী সরাসরি টিকটকে লাইভস্ট্রিমে দেখছিলেন।প্রাথমিকভাবে জানা গেছে, তিনি চূড়ার কাছাকাছি একটি জায়গায় আটকে যাওয়া গিয়ার তুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান।মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মা জ্যানিন গিরার্ড-মুরম্যান। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকার বরাত এ খবর জানিয়েছে ইয়াহু নিউজ।ঘটনার পরপরই ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। ওই সময় পার্ক রেঞ্জার ও জরুরি সেবাকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান।আলাস্কায় বেড়ে ওঠা মিলার সম্প্রতি বিশ্বের অন্যতম কঠিন কিছু রুট জয় করেছিলেন। যার মধ্যে রয়েছে ডেনালির ‘স্লোভাক ডিরেক্ট’ এবং কানাডিয়ান রকিসে একটি দুর্লভ অভিযান। এসব সাফল্যের কারণে তিনি ‘অরেঞ্জ টেন্ট গাই’ নামে পরিচিতি পান। কারণ তার ঝুঁকিপূর্ণ ক্যাম্প স্থাপন ও রঙিন তাঁবুর ছবিগুলো ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।মিলারের মা জানান, তার ছেলে ছোটবেলা থেকেই পর্বতারোহণ করত। তার হৃদয়-প্রাণ ছিল পর্বতারোহণে নিবেদিত। এটি কখনো টাকা বা খ্যাতির জন্য ছিল না।’
পাহাড়ে আরোহনের সময় মৃত্যুবরণ করলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
0
Share.