শনিবার, ডিসেম্বর ৭

পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল ছাত্রলীগ: শফিকুল আলম

0

ঢাকা অফিস: নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ এর আয়োজনে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারে ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন অপকর্ম তুলে ধরা হয়। শফিকুল আলম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সন্ত্রাসের আখড়া না হয়, সেদিকে খেয়াল রাখছে অন্তর্বর্তী সরকার।’ সেইসঙ্গে নির্বাচিত সরকাকেও সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। প্রেস সচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে গিয়ে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছিল পতিত সরকারের নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগ পুরো জাতিকেই জিম্মি করে রেখেছিল। এ সময়, বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Share.