শনিবার, ডিসেম্বর ৭

পূর্ব শত্রতার জেরে টঙ্গীতে যুবলীগ নেতা নিহত

0

বাংলাদেশ থেকে  গাজীপুর প্রতিনিধি: পূর্ব শত্রতার জের ধরে টঙ্গীতে কিল ঘুষিতে খুন হয়েছেন গাজীপুর মহানগর ৫৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৪৫)।  রবিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে টঙ্গীর আউচপাড়া সফিউদ্দিন রোডের জব্বার টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।  নিহতের পিতার নাম মুল্লুক হোসেন। তার বাসা টঙ্গী আউচপাড়া হাউজ বিল্ডিং এলাকায়।  প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে উঠার আগেই সফিউদ্দিন রোডে দুই মোটরসাইকেল চালকের মাঝে ঝগড়াঝাটির সময় কিল ঘুষির হামলায় গুরুতর আহত হন সাইফুল ইসলাম। এক পর্যায়ে সাইফুল মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।  অপর একটি সূত্র বলছে, এক মোটরসাইকেলকে আরেক মোটরসাইকেল সাইড না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই মোটরসাইকেল চালকের মাঝে ঝগড়ার ঘটনায় অপর মোটরসাইকেল চালকের দ্বারা ঘাড় মাথায় কিল ঘুষির শিকার হয়ে নিহত হন সাইফুল।  এদিকে, নিহতের বড় ভাই সিরাজ জানান, যারা তার ভাইকে কিল ঘুষি মেরে হত্যা করেছে তারা তার ভাই সাইফুলের পূর্ব পরিচিত। হয়তো পূর্ব কোনো ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।  টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি শাহ্ আলম জানান, নিহত সাইফুলের শরীরে হামলার আঘাতের কোনো চিহ্ন পায়নি ডাক্তাররা। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share.