শনিবার, ডিসেম্বর ৭

ফরিদপুর মেডিক্যালে দুর্নীতি অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

0

ঢাকা অফিস: ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের পর্দা কেলেঙ্কারিতে ৬ জনকে আসামি করে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করে জানান, মামলায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হবে। দুদক জানায়, গত ২০ আগস্ট ফমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিআউ) কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির ঘটনায় তদন্ত করতে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। এ জন্য ৬ মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপর হাসপাতালটির আইসিইউ-এর পর্দা ও আসবাব কেনাকাটায় ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মেসার্স অনিক ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজারমূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করে দুদক।
অনুসন্ধান টিমের প্রধান উপপরিচালক সামছুল আলম। অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান ও শহিদুর রহমান।

Share.