বাংলাদেশ থেকে ফেনী প্রতিনিধি: ফেনীতে রাবিন (১১) নামে এক স্কুলছাত্রের লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, রাবিন সদর উপজেলার নগর কান্দি গ্রামের ওমর ফারুকের ছেলে ও চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের ৫ম শ্রেণির ছাত্র। এর আগে গতকাল বুধবার সাড়ে বারোটার সময় বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি রাবিন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। রাবিনের বাবা ওমর ফারুক দাবি করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেন।
ফেনীতে স্কুলছাত্রের লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার
0
Share.