ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজবের অভিযোগে যুবক আটক

0

ঢাকা অফিস: করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মেরাজ আল সাদী (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।  বৃহস্পতিবার রাতে মুজগুন্নী এলাকা থেকে তাকে আটক করা হয়। সাদী মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। র‌্যাব-৬ এর মিডিয়া অফিসার এএসপি মাহাবুব আলম জানান, তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.