ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক কারাগারে

0

ঢাকা অফিস: নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে জিয়াউল করিম ফিরোজ (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জিয়াউল করিম ফিরোজ চাটখিল পৌরসভার ছয়ানি টগবা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে চাটখিল পৌরসভার ছয়ানি টগবা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share.