ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি এলাকায় ৩৪ বছর বয়সী একজন বাংলাদেশী নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে, যিনি তার মালয়েশিয়ান প্রেমিকের যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে জড়িত। নারীর অভিযোগ, তিনি জানতে পারেন যে তার প্রেমিক ইতিমধ্যেই নিজ দেশে অন্য একজন মহিলার সঙ্গে বিবাহিত। এই বিষয়টি জানার পর ক্ষোভে তিনি এমন নৃশংস ঘটনার পথ বেছে নেন।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) সকাল ১০.৪৫ মিনিটে একটি মালয়েশিয়ান ব্যক্তি ঘটনার বিষয়ে অভিযোগ করলে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে তার নাম প্রকাশ করা হয়নি।ভুক্তভোগীকে জরুরি চিকিৎসার জন্য জোহর বারুর সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় অভিযুক্ত নারী মাদকের পরীক্ষা করে নেগেটিভ ফল পেয়েছে এবং তার কোনো পূর্ব অপরাধমূলক রেকর্ড নেই। পুলিশের কাছে ২৯ সেমি লম্বা একটি ছুরি জব্দ করা হয়েছে।সহকারী কমিশনার এম. কুমারাসন জানান, নারীকে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের রিমান্ডে রাখা হয়েছে। তাকে দণ্ডবিধির ৩২৬ ধারা এবং ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের b(5)(51) ধারার অধীনে মামলা দায়ের করে তদন্ত করা হচ্ছে।মালয়েশিয়ার পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি বিস্তারিতভাবে অনুসন্ধান করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।
বাংলাদেশি তরুণীর প্রেমে পড়ে প্রাণ হারালেন মালয়েশিয়ান যুবক
0
Share.