শনিবার, ডিসেম্বর ৭

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা: আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর দলে ফিরলেন এমিলিয়ানো মার্টিনেজ

0

স্পোর্টস রিপোর্ট: নিষেধজ্ঞার কারণে গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের অনুপস্থিতিতে বলিভিয়ার বিপক্ষে জয় পেলেও ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছিল লিওনেল স্কালোনির দল। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনার দলে ফিরে এবারভ ক্ত-অনুরাগীদের সুখবর দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেজন্য লিওনেল স্কালোনি ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন মঙ্গলবার। যেখানে এমিকে রেখেই স্কোয়াড ঘোষণা করেন বিশ্বকাপজয়ী কোচ। ফিরেছেন আলেহান্দ্রো গারনাচোও। প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন এনজো বারেনেসি। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার অ্যাস্টন ভিলা থেকে ভ্যালেন্সিয়ায় ধরে খেলে ৭ ম্যাচে ১টি গোলও করেছেন। দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে থাকছেন জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজরা। আগামী ১৫ নভেম্বর আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে। পরের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। বাংলাদেশ সময় ২০ নভেম্বর সকাল ৬টায় শুরু হবে দুই দলের লড়াই। বিশ্বকাপ বাছাইয়ে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। যেখানে দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তিন ও চারে থাকা উরুগুয়ে, ব্রাজিল দুই দলেরই সমান ১৬ পয়েন্ট।

Share.