ব‌স্তিবাসী‌দের উচ্ছেদ কর‌তে বারবার প‌রিক‌ল্পিতভা‌বে আগুন লা‌গি‌য়ে দেওয়া হ‌চ্ছে: তাবিথ

0

ঢাকা অফিস: মিরপুর ৬ নম্বর সেকশন কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসং‌যোগ শুরুর প্রাক্কালে তাবিথ ব‌লেছেন, ‘রাজধানীর ব‌স্তিবাসী‌দের উচ্ছেদ কর‌তে বারবার প‌রিক‌ল্পিতভা‌বে আগুন লা‌গি‌য়ে দেওয়া হ‌চ্ছে। ব‌স্তিবাসীরা অনেক কষ্টে আছেন। আমরা নির্বা‌চিত হ‌তে পার‌লে তা‌দের‌ পুনর্বাসন করবে।’আজ শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় ওই নির্বাচনী গণসং‌যোগে তিনি আরও বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার হয়েছে। তা‌কে চি‌কিৎসার সুযোগ দেওয়া হ‌চ্ছে না। ১ ফেব্রয়ারি ধা‌নের শী‌ষে ভোট দি‌লে তা খা‌লেদা জিয়ার প‌ক্ষে যা‌বে।

Share.