শনিবার, ডিসেম্বর ৭

ভারতের ফেড কাপ দলে জায়গা করে নিলেন সানিয়া মির্জা

0

স্পোর্টস ডেস্ক: টেনিস তারকা সানিয়া মির্জা ফিরতে চলেছেন টেনিস কোর্টে। সন্তানের জন্মের জন্য দীর্ঘদিন তিনি ছিলেন কোর্টের বাইরে। দেখতে দেখতে ছেলের বয়সও এক বছর হয়ে গিয়েছে। এ বার আবার চেনা সানিয়াকে দেখতে পাবে টেনিস বিশ্ব। লম্বা ব্রেকের পর তাঁর ফেরার রাস্তা প্রসস্ত করে দিল ফেড কাপের দল ঘোষণা। পাঁচ সদস্যের ফেডকাপ দলে রাখা হয়েছে তাঁকে। এ ছাড়া এই দলে রয়েছেন সিঙ্গলস প্লেয়ার অঙ্কিতা রায়না, রিয়া ভাটিয়া, রুতুজা ভোসে ও কার্মান কাউর থান্ডি। কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অঙ্কিতা ভাম্বরির। প্রাক্তন ডেভিসকাপার ভিশাল উপ্পলকে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। রিজার্ভে রাখা হয়েছে সৌজন্য বাভিসেট্টিকে। ২০১৭-তেই ব্রেকে চলে যান সানিয়া মির্জা। তিনি শেষ ফেডকাপে খেলেছেন ২০১৬তে। এর পর তিনি অংংশ নেবেন হোবার্ট ইন্টারন্যাশনালে। টেনিসের বাইরে থাকলেও বিভিন্ন কারণে তিনি সব সময়ই ছিলেন লাইম লাইটে। সে ভাল খবর হোক বা বিতর্ক সানিয়া থেকেছেন খবরের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় তিনি সব সময়ই তাঁর ফ্যানদের নিয়মিত নিজের খবর দিয়েছেন। সে সন্তানের জন্ম হোক বা বোনের বিয়ে সব খবরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে গিয়েছে সকলের কাছে। বেশ কিছুদিন হল ট্রেনিংও শুরু করে দিয়েছিলেন তিনি। সন্তান জন্মের পরই তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি মা হয়ে ছেলের সামনে নজির রাখতে চান। তাই ফিরতে চান টেনিস সার্কিটে। সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপটা হয়েই গেল ফেডকাপ দল ঘোষণার সঙ্গে সঙ্গএই।

Share.