শনিবার, ডিসেম্বর ৭

ভারতে অনুপ্রবেশকালে চুনারুঘাট সীমান্তে মা-ছেলেসহ আটক- ৩

0

বাংলাদেশ থেকে হবিগঞ্জ প্রতিনিধি: জেলার চুনারুঘাটে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে মা-ছেলেসহ ৩জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় সাপান্ত গ্রামের  বনলতা রাণী (৬০) তার ছেলে শৈলেন দাস (৪৭) ও অয়ন দাস (১৯)। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে চুনারুঘাট থানার এসআই জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি টহল দল বাংলাদেশ-ভারত সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট উপজেলার কলাবাগান এলাকা থেকে তাদের আটক করে। বিজিবি জানায়, একই পরিবারের সদস্য ওই তিনজন চুনারুঘাটে টেকেরঘাট গ্রামের বাসিন্দা মানবপাচারকারী জামালের মাধ্যমে টাকার বিনিময়ে ভারতে অনুবেশ করছিলেন। সীমান্ত অতিক্রম করার সময় তাদের আটক করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে। এসআই জাকির হোসেন জানান, বৃহস্পতিবার আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয় এবং মানবপাচারকারী জামালকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Share.