বৃহস্পতিবার, নভেম্বর ১৪

যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে  লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। সেই সাথে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৮৫৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।  নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯০৫ জন মানুষ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৯৭ জন। আর কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা মোট ৭ লাখ ১ হাজার ৪৭৫ জন। গেল মার্চের ১১ তারিখ করোনাকে মহামারী ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সারা বিশ্বে এখন করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার। আর করোনায় আক্রান্ত হয়েছে ২২ লাখেরও বেশি মানুষ।

Share.