লকডাউন: ভারতে ৫ সন্তানকে গঙ্গায় নিক্ষেপ করলেন মা!

0

ঢাকা অফিস: লকডাউনে কাজ বন্ধ। তাই ৫ সন্তানের মুখে খাবার তুলে দিতে পারেননি ভারতের এক দিনমজুর মা। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে ৫টি সন্তানকেই গঙ্গায় ছুড়ে ফেলেছেন বলে খবর প্রকাশিত হয়েছে ভারতের ‘এই সময়’ পত্রিকায়। পত্রিকাটির ৯ নম্বর পৃষ্ঠায় ‘সন্তানদের গঙ্গায় ছুড়ে ফেললেন মা’ শীর্ষক খবরে বলা হয়, দিনমজুরের কাজ করতেন মা। লকডাউনে বন্ধ সেই আয়। পাঁচ বাচ্চার মুখে খাবার তুলে দিতে না পেরে তাদের গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন মা! মর্মান্তিক এই ঘটনা উত্তরপ্রদেশের ভাদোহির জাহাঙ্গিরাবাদ গ্রামের।
সেখানে শনিবার গভীর রাতে মঞ্জু যাদব নামে ওই মহিলা বাচ্চাদের গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ছুড়ে ফেলেন বলে অভিযোগ। সেই সময় গঙ্গায় বেশ কয়েকজন মাছ ধরছিলেন। বাচ্চাদের চিৎকার শুনেছিলেন তারাও। কিন্তু মহিলাকে ডাইনি ভেবে জাল ফেলে পালান। স্থানীয় সূত্রে খবর, রাতভর গঙ্গার ঘাটেই বসেছিলেন ওই মহিলা। রবিবার সকালে পুলিশের কাছে গিয়ে নিজেই সব কথা বলেন। পুলিশ সঙ্গে সঙ্গে গঙ্গায় তল্লাশি শুরু করে। রবিবার দুপুরে ১২ বছরের মেয়েটির দেহ উদ্ধার হলেও বাকি চারজনের খোঁজ মেলেনি। বাকি চারজনের বয়স ৩ থেকে ১০ বছরের মধ্যে। মহিলাকে জেরা করেই পুলিশ জানতে পারে, দিনমজুরের কাজ করতেন তিনি। লকডাউনের পর থেকে বাচ্চাদের বেশ কিছুদিন খেতে দিতে পারেননি। তাই তাদের মেরে ফেলার সিদ্ধান্ত। প্রতিবেশীদের বক্তব্য, স্বামী মৃদুল যাদবের সঙ্গে মঞ্জুর ঝগড়া লেগেই থাকত। লকডাউনে কাজ হারানোর পর তা আরও বেড়েছিল। শনিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। রাগ ও অসহায়তা থেকেই মহিলা এ কাজ করেছেন বলে ধারণা স্থানীয়দের। মহিলাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার মানসিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। লকডাউনের জেরে কয়েক কোটি মানুষ চাকরি হারাবেন, সে আশঙ্কাবার্তা শোনা যাচ্ছে। উত্তরপ্রদেশের এই ঘটনা যেন সেই অশনি সঙ্কেতেরই বার্তাবহ।

Share.