শীতলক্ষ্যায় যুবকের মরদেহ উদ্ধার, পকেটে স্মার্টফোন

0

ঢাকা অফিস: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে ভাসতে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২৫ বছর বয়সের ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সন্ধ্যার আগে শীতলক্ষ্যা নদীর তীরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল তাজ জুট মিলস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক। তিনি গণমাধ্যমকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরনে কালো রঙের জিন্স প্যান্ট, ফুল হাতা গেঞ্জি ও কাপড়ের জুতা ছিল। প্যান্টের পকেট থেকে একটি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।

Share.