‌ঘরের দরজা বন্ধ করেছি মনের দরজা নয়: জয়া

0

বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসে পুুরো বিশ্ব এখন স্থবির হয়ে আছে।  বাংলাদেশেও এ ভাইরাস ক্রমেই বিস্তার করছে। প্রতিদিন মৃত্যুর বিছিল বড় হচ্ছে। বারছে আক্রান্তেদের সংখ্যাও।  এ পরিস্থিতিতে  পহেলা বৈশাখেরও সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম স্থগিত করেছিলেন সরকার। সবাইকে শুধু নিজ পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে পহেলা বৈশাখ পালনের আহ্বান জানানো হয়েছে। সরকারের সে আহ্বানে সারা দিয়ে বাংলাদেশের সবাই ঘরে বসেই পালন করেছেন  বাংলা বছরের এ প্রথম দিন। শোবিজ তারকারাও  বৈশাখ পালন করছেন গৃহবন্দি হয়েই।  অভিনেত্রী জয়া আহসানও ঘরে বন্দি হয়ে পরিবারের সঙ্গে পালন করেন পহেলা বৈশাখ। পাশাপাশি ঘরে থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকারও আহ্বান জানালেন তিনি। জয়া বলেন, সবাই বাসায় থাকলেই আমরা নিরাপদে থাকবো। পরিবারকে, নিজেদের আপনজনকে নিরাপদে রাখতে পারবো।  জয়া আরও বলেন, বাড়িতে বসে আমাদের যা করতে ভালো লাগে সবাই তাই করবো। বাসায় বসে আমরা পরিবারে সঙ্গে সময় কাটাবো, ‘গান শুনবো, কবিতা পড়বো, বই পড়বো, আপনজনদের  সঙ্গে বাইরে বের না হয়ে যেভাবে যোগাযোগ করা যায় করবো। আমরা ঘরের দরোজা বন্ধ করেছি ঠিকই মনের দরোজা তো বন্ধ করিনি।’

Share.