চ্যাম্পিয়নস লিগের সেরা দলে নেই রোনালদো

0

স্পোর্টস ডেস্ক: একদিন আগেই দর্শকদের জনপ্রিয়তার শীর্ষে স্থান পেয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা গোলদাতা হয়েছেন তিনি। তবে সেরা গোলদাতা হলেও সেরা দলে জায়গা হয়নি জুভেন্টাস তারকার। দলে আছেন এই সময়ের অন্যতম দুই তারকা লিওনেল মেসি ও নেইমার। সেইসঙ্গে আছেন সর্বোচ্চ গোলদাতা রবার্ত লেভানদোভস্কি। গতকাল শুক্রবার ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্সের আলোকে ২৩ সদস্যের মৌসুম সেরা দল বেছে নিয়েছে উয়েফার টেকনিক্যাল অবজারভার। এবারের দলে জায়গা হয়নি সর্বোচ্চবার চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের। ফরাসি ক্লাব পিএসজিকে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। তাই সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রাই জায়গা পেছেন মৌসুম সেরা দলে। ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল: গোলরক্ষক: মানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ) ও লোপেজ (লিওঁ)। ডিফেন্ডার: আলফোনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), দাভিদ আলাবা (বায়ার্ন মিউনিখ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), দাইয়ু উপামিকানো (লাইপজিগ) ও আনহেলিনো (লাইপজিগ)।  মিডফিল্ডার: টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ) ও লেয়ন গোরেটস্কা (বায়ার্ন মিউনিখ), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), হোসাম আউয়ার (লিওঁ), মার্সেল জাবিৎসার (লাইপজিগ), মার্কিনিয়োস (পিএসজি), দারিও গোমেস (আতালান্তা)।ফরোয়ার্ড: রবার্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), সের্গে জিনাব্রি (বায়ার্ন মিউনিখ), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি) ও রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)।

Share.