ভারতে বহুতল ভবন ধস

0

ডেস্ক রিপোর্ট: ভারতের মহারাষ্ট্রে একটি পাঁচ তলা ভবন ধসে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ধবনের নিচে অনেকজন আটকা পড়েন। এখন পর্যন্ত সেখানে থেকে ৬০ জনের বেশি লোককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।খবরে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলপুর এলাকায় আকস্মিকভাবে বাড়িটি ভেঙে পড়ে। এলাকাটি মুম্বাই থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে। ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে তা পরিষ্কার হয়নি।তবে গত কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টিপাতে কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পাঁচ তলা ওই ভবনটিতে ৪৫টি ফ্ল্যাট ছিল। বাড়িটি ১০ বছরের পুরোনো।এর আগে গত মাসে ভারি বৃষ্টিপাতের মধ্যে মুম্বাইয়ে একটি বহুতল ভবন ধসে পড়ে নয় জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিল।

Share.