ঢাকা অফিস: মিরপুরে দম্পত্তির রহস্যজনক মৃত্যু ঢাকা পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান(৫৬)তাঁর স্ত্রী মোছাঃ নাহিদ বিনতে আলমের (৪৮) দুই জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার(২১ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থা বিকেলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে সৈয়দ নজমুল আহসানের মৃত্যু হয়। ও আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাঁর স্ত্রী নাহিদ বিনতের মৃত্যু হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোঃ কামরুজ্জামান জানান, পরে আমরা খবর পেয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি, পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি অতিরিক্ত পদ্যপানে তাদের দুজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তবু ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি। তাদের গ্রামের বাড়ি, বরগুনা সদর জেলায় বর্তমানে, মিরপুর – ২ অফিসার্স কমপ্লেক্সের বাসায় পরিবার নিয়ে থাকতেন। দম্পতি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। স্বজনের কাছে মৃত্যুর ব্যাপারে তথ্য জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যায়।
মিরপুরে দম্পত্তির রহস্যজনক মৃত্যু
0
Share.