শনিবার, ডিসেম্বর ৭

অপরাধীরা প্রটেকশন পায় সরকারের কাছ থেকে: রিজভী

0

ঢাকা অফিস: অপরাধীরা প্রটেকশন পায় সরকারের কাছ থেকে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বাংলাদেশ সময় দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে মহিলাদল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। রিজভী বলেন, আমরা দেখেছি, সরকারের সোনার ছেলেরা অপরাধ করলে সেই অপরাধকে প্রটেকশন দেয় সরকার। নাটোরের নুর হোসেন বাবুর হত্যাকারীদের বিচার হয়নি। খবরের কাগজে বেরিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দুইজন রাষ্ট্রপতি ৩৪ থেকে ৩৫ জন হত্যাকারীকে রাষ্ট্রীয় ক্ষমা দিয়েছেন, যাদের ফাঁসির রায় হয়েছিল। রিজভী বলেন, অপরাধীরা প্রটেকশন পায় সরকারের কাছ থেকে। সেই সরকার হঠাৎ করে সোনারকাঠি-রুপাকাঠি পরিবর্তন করে মানবতার মূর্ত প্রতীক হলেন কি করে? ঘটনা কি? তিনি বলেন, আজকে হঠাৎ করে টাকার খনি, ডলারের খনি, ক্যাসিনোর খনি। গত ১০ বছর কিছুই হলো না কেনো? এ নিয়ে জনমনে বড় বড় প্রশ্ন দেখা দিয়েছে। আমরা এ ব্যাপারে কিছু বলতে চাই না। আমরা বলতে চাই, দুর্নীতি করা নিশ্চয় অপরাধ। সবচাইতে বড় দুর্নীতি হচ্ছে জনগণকে ধোঁকা দিয়ে, জনগণকে প্রতারিত করে দিনের ভোটকে রাতে করা। এটা হলো মহাদুর্নীতি। এই দুর্নীতির জন্য সবার আগে এই সরকারের বিচার হওয়া উচিত ছিলো। আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুলতানা আহমদ, যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, পেয়ারা মেস্তফা প্রমুখ।

Share.