বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা: কোচ আশরাফুল

0

স্পোর্টস রিপোর্ট: কোচ হিসেবে বড় মঞ্চে মোহাম্মদ আশরাফুলের যাত্রা শুরু হতে যাচ্ছে রংপুর রাইডার্সের সঙ্গে। দলটির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। তার অধীনেই আসন্ন গ্লোবাল সুপার লিগ টি২০ টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুরের ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মিরপুরে রংপুরের সহকারী হিসেবে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আশরাফুল। পাঁচ দলের এই টুর্নামেন্টকে কঠিন মানলেও গ্লোবাল সুপার লিগে ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি২০, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে খেলোয়াড়রা এতটা সুযোগ পায় না গ্লোবালি যে টুর্নামেন্টগুলো হয়।’ তিনি আরও বলেন, ‘এটা একটা সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’ গ্লোবাল সুপার লিগের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে রংপুর। এর মধ্যে ৯ জন বাংলাদেশি, বাকি চারজন বিদেশি। বিপিএলের জন্য নিজেদের সাজানো স্কোয়াডের বাইরেও আছেন আফিফ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বিরা। নিজেদের দল নিয়েও বেশ আশাবাদী আশরাফুল। তিনি বলেন, ‘রংপুর দল হিসেবে খুবই ভালো। আমরা জানি যে বিপিএলে এটি দল হিসেবে তিন-চারটি দলের একটি। প্রচুর গোছানো একটা দল। এই দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আরও তিন দিন আমরা অনুশীলন করব, এরপর একটি অনুশীলন ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজেও আরও চার দিন অনুশীলন করব। ভালো পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে।’

Share.