শনিবার, ডিসেম্বর ৭

অভিনয় ছেড়ে ব্যাটমিন্টন হাতে পরিনীতি!

0

ডেস্ক রিপোর্ট: বলিউডের সারাজাগানো নায়িকা পরিনীতি চোপড়া অভিনয় থেকে বেশ ভাল রকমের দূরে আছেন কিছুদিন ধরে। তাকে দেখা যাচ্ছে ব্যাটমিন্টন কোর্টে। এতদিন শুটিং স্পটে নাচে মন দিলেও এখন তিনি ঘাম ঝড়াচ্ছেন ব্যাটমিন্টন কোর্টে। এ নিয়ে নানা গুঞ্জনও শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন, অভিনয় ছেড়ে কি শেষমেশ খেলায় মন দিলেন পরিনীতি? তবে পরিনীতি রুপালি পর্দা ছেড়ে মাঠে চলে আসার গুঞ্জন সত্যি না, গুজব। চরিত্রের প্রয়োজনে ব্যাটমিন্টন মাঠে কঠোর অনুশীলনে সময় দিচ্ছেন তিনি। চরিত্রটি যখন ভারতের জাতীয় আইকনদের অন্যতম একজন ‘সাইনা নেওয়াল’য়ের- তখন তো এইটুকু কষ্ট পরিনীতাকে করতেই হবে। পরিনীতির ব্যাটমিন্টন হাতে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে দেখা গেছে। সেখানে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার মতো পোজ দিয়ে আছেন পরিনীতি। পরিনীতি সাইনার বায়োপিকে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ফিট করার চেষ্টায় আছেন। আপাতত সেটা নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।

Share.