অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে গার্মেন্টের বিকল্প ৫ খাত

0

ঢাকা অফিস: এলডিসি থেকে উত্তরনের পর অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে গার্মেন্ট ও টেক্সাইলের উপর নির্ভরশীলতা কমিয়ে লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ভিত্তিক শিল্প, হালাল পণ্য, ব্লু ইকোনোমি, চামড়াজাত পণ্য ইত্যাদি খাতের উন্নয়নের দিকে মনোনিবেশ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বিশ্ব বাজারের চাহিদা ৭ ট্রিলিয়ন ডলার। কিন্তু বাংলাদেশ ২০১৮-২০১৯ অর্থ বছরের রপ্তানি করেছে মাত্র ৩১৯.৪ মিলিয়ন ডলার। আর কৃষি ভিত্তিক শিল্প বিশ্ব বাজারের চাহিদা ১.৬ ট্রিলিয়ন ডলার। কিন্তু বাংলাদেশ ২০১৮-২০১৯ অর্থ বছরের রপ্তানি করেছে মাত্র ৯০৮ মিলিয়ন ডলার। বিসিআই নতুন উদ্যোক্তা সৃষ্টি, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উন্নয়ন এবং লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ভিত্তিক শিল্প খাতের উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি জানান, বিসিআই সম্প্রতি রংপুর বিভাগে সফর করে রংপুর বিভাগের অন্তর্গত অন্যান্য জেলা চেম্বারের সাথে সভা করেছে, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন এর সাথে সভাও করেছে। এরই ধারাবাহিকতায় বিসিআই আগামী বছরের শুরুতে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ সফর করে বিভাগের আওতাধীন জেলা চেম্বারগুলোর সাথে সভা করবে। বিসিআই সভাপতি আরও বলেন, যেহেতু বিসিআই সমগ্র বাংলাদেশ ভিত্তিক একক এবং একমাত্র জাতীয় শিল্পচেম্বার সেহেতু স্থানীয় সকল শিল্পের পথে সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে আমাদের সবাইকে প্রয়োজনীয় ভূমিকা পালনের চেষ্টা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত গার্মেন্ট ও টেক্সাইল, রেমিটেন্স এবং কৃষি খাতের উপর নির্ভরশীল। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিসিআই এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। তিনি বিসিআই এর ২০১৮-২০১৯ সালের কর্মকান্ডের সার সংক্ষেপ সভায় উপস্থাপন করেন। বিসিআই এর বিগত কর্মকান্ডে মূল্যবান সহযোগিতা স¤প্রসারণের জন্য তিনি বিসিআই এর উর্দ্ধতন সহ-সভাপতি, সহ-সভাপতি সহ পরিচালক ও সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানান। তিনি অনুরূপ সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় উপস্থিত সদস্যবৃন্দ তাদের ভ্যাট, ট্যাক্স, ব্যাংক সুদ, ওয়ান-স্টপ সার্ভিস এবং আমদানি-রপ্তানি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোকপাত করেন এবং বিসিআই সভাপতি তাদের সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় বিসিআই এর সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল ও মোস্তফা আজাদ চৌধুরী বাবু, উর্দ্ধতন সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন, সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী সহ বিসিআই এর অন্যান্য পরিচালক ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share.