বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য হলেন সাঈদ খোকন

0

ঢাকা অফিস: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য করা হয়েছে। আজ রবিবার বাংলাদেশ সময় বিকেলে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৫ সালের নির্বাচনে ঢাকা দক্ষিণ থেকে সাঈদ খোকন এবং ঢাকা উত্তর থেকে আনিসুল হক নির্বাচিত হন। দুজনেই আওয়ামী লীগ প্রার্থী ছিলেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা গেলে ঢাকা উত্তরের মেয়র পদটি শূন্য হয়। এরপর উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র হন আতিকুল ইসলাম। এবারের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে সাঈদ খোকনের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং উত্তরে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। প্রতীক বরাদ্দের পর থেকে তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন।

Share.