বুধবার, জানুয়ারী ২২

আগামীকাল থেকে রাজশাহীতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

0

ঢাকা অফিস: আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) থেকে রাজশাহী নগরীর পাঁচটি পয়েন্টে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করবে। খোলা বাজার থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কেজিপ্রতি পেঁয়াজের দাম পড়বে ৪৫ টাকা। যা বর্তমান খুচরা বাজারের চাইতে ১০০-১২০ টাকা কম। টিসিবি’র রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, শনিবার থেকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্বর এলাকায় টিসিবি খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করা হবে। খোলা বাজারের প্রতিটি পয়েন্টে এক টন করে মোট পাঁচ টন পেঁয়াজ প্রতিদিন বিক্রি করা হবে। অনিয়ম রোধে স্থানীয় ডিলারদের নিয়মিত মনিটরিং করবে টিসিবি। পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। টিসিবির ডিলার ওয়াসিম রেজা বলেন, ‘আমরা টাকা জমা দিয়েছি। শুক্রবার মাল আসবে এবং শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু হবে।’ এদিকে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজশাহীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০-১৬০ টাকা দরে। আর মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকা দরে।

Share.