শুক্রবার, ডিসেম্বর ২৭

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের স্বপ্ন

0

ঢাকা অফিস: নড়াইল সদরের কমলাপুর গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের পানের বরজ। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা টের পেয়ে বরজের মালিককে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষনে বরজটি পুড়ে প্রায় শেষ যায়। বরজের মালিক উত্তম কুমার কুন্ডু জানান, অনেক টাকা খরজ আমরা এই বরজটি করেছিলাম। এই বরজের উপর আমাদের সংসার চলে। বরজটি পুড়ে যাওয়ায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। রাতের বেলা কে বা কারা আগুন দিয়েছে আমরা জানিনা। আমরা পুলিশকে জানিয়েছি আশা করি পুলিশ ব্যবস্থা নেবে। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share.