বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

আজ ইংল্যান্ড থেকে somoynews24.net এর যাত্রা শুরু

0

আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু

আজ থেকে “সত্য হানা দেয় জাগ্রত বিবেক-কেই” এই শ্লোগান-কে সামনে রেখে ইংল্যান্ড থেকে somoynews24.net নামক অনলাইন নিউজ পোর্টাল এর যাত্রা শুরু হল। আমাদের প্রধান লক্ষ বাংলা ভাষার অধিকারী যারা তারা যেন মাথা উঁচু করে বলতে পারে আমি বাঙালী, আমি বাংলাদেশী এবং আগামী প্রজন্ম জন্মসূত্রে ভিন্ন দেশে জন্মগ্রহণ করলেও যেন বলতে পারে আমার পূর্বপুরুষ বাঙালী, আমিও বাঙালী, বাংলাভাষা আমাদের গর্বিত ভাষা, আমাদের দেশ সুন্দর, আদর্শ, দুর্নীতি মুক্ত, সকল ধর্মের মানুষের সুন্দর ভাবে বসবাসকারী দেশ, আমাদের ভালবাসার আরেক নাম বাংলাদেশ । তাই আমাদের আগামী প্রজন্মের কথা চিন্তা করলে এখন থেকেই দুর্নীতির বিরদ্ধে আপসহীন যুদ্ধ চালিয়ে যেতে হবে, গড়ে তোলতে হবে সচেতনতা। আমরা সকলেই আমাদের দেশ-কে ভালোবাসি এটা সত্য, তবে তার চেয়ে পরম সত্য আমরা যারা প্রবাসে আছি তারা হৃদয়ে বাংলাদেশ-কে ধারণ করি, ভালোবাসি নিজের চেয়েও বেশী আমার, আমাদের দেশ বাংলাদেশ-কে। তাই আমরা বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালীরাও অংশ নিতে চাই দুর্নীতির বিরদ্ধে আপসহীন যুদ্ধে আর বাংলাদেশে ঘুমিয়ে থাকা কলম সৈনিকদের জাগিয়ে তোলতে চাই, করতে চাই সম্মিলিত ভাবে সকল ধরনের দুর্নীতির বিরদ্ধে আপসহীন একটি যুদ্ধ । তোলে দিতে চাই আমাদের আগামী প্রজন্মের হাতে সুন্দর, মানবতাবাদী, দুর্নীতি মুক্ত, মানুষের মৌলিক অধিকার স্বয়ং সম্পূর্ণ, উন্নত সমৃদ্ধশালী একটি দেশ বাংলাদেশ। আমাদের এই লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, তাদের মনে স্বপ্নে যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশ-কে বাস্তবে ফুটিয়ে তোলতে আসুন আমরা সকলেই সময় নিউজ 24 ডট নেট অনলাইন নিউজ পোর্টাল এর মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ-কে বাস্তবে ফুটিয়ে তোলতে এগিয়ে যাই।

আমি আবার সবার কাছে সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতা কামনা করছি। আমি বিশ্বাস করি সময় নিউজ 24 ডট নেট অনলাইন নিউজ পোর্টাল এর সঙ্গে আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতা থাকলে আমরা আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো । যাবতীয় প্রশংসা আল্লাহ তা’ আলার। আসুন, আজকের এই শুভ দিনে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তা’ আলার নিকট প্রার্থনা করি। সময় নিউজ 24 ডট নেট অনলাইন নিউজ পোর্টাল যেন সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে।

গাজী হুসনে আরা চৌধুরী

সম্পাদক

“সময় নিউজ 24 ডট নেট”

Share.