বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

0

ঢাকা অফিস: আজ শনিবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। গত কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও আকাশ মেঘলা ও হিমেল বাতাসের কারণে ঠান্ডা প্রয়োজনের চেয়ে কিছুটা বেশি অনুভূত হচ্ছে। খুব বাংলাদেশ সময় সকালে কুয়াশার কারণে শীত লক্ষ্য করা গেলেও বেলা বেড়ে চলার সাথে সাথে সূর্যের দেখা মিলেছে। ফলে জনজীবনে এসেছে কিছুটা স্বস্তি। অনেকে শীত নিবারণের জন্য রোদে বসে রোদ পোহাচ্ছেন। এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি মাসে আরও দুই থেকে তিনটি হালকা ও মাঝারী ধরনের শৈত্য প্রবাহ অপেক্ষা করছে। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামার প্রবল সম্ভাবনা রয়েছে।

Share.