মঙ্গলবার, জানুয়ারী ১৪

আলিয়া-রণবীরের নাচের ভিডিও ফাঁস

0

বিনোদন ডেস্ক: পরের বছরই মুক্তি পেতে যাচ্ছে অয়ন মুখার্জি পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির আগেই সেই ছবির একটি নাচের শুটিং-এর দৃশ্য ভাইরাল হয়ে গেল ইন্টারনেটে। শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিও। তাতে লাইক, কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল কাফতান জ্যাকেটে আলিয়া এবং ডার্ক গ্রিন ক্যামোফ্লজ জ্যাকেটে রণবীরের স্টাইলিশ দুই তারকাকে। এই প্রথম রিয়েল লাইফ কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। তাই অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে তুঙ্গে। কিছুদিন আগেই বারাণসীতে শুটিং শেষ করে এসেছেন এই জুটি। এদিকে আবার তাদের বিয়ে নিয়েও জল্পনা-কল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে, পরের বছরের শুরুতেই নাকি গাটছড়া বাঁধবেন এই দুই তারকা। বিয়ের অনুষ্ঠানের নাকি জায়গাও নির্বাচন করা হয়ে গেছে। বিশেষ সূত্র জানায় ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর জন্য নাকি রণবীর-আলিয়ার পছন্দ কাশ্মীর।

Share.