আ.লীগই বাইরে থেকে অস্ত্রসহ ৩০ লাখ কর্মী ঢাকায় এনেছে: মোশাররফ

0

ঢাকা অফিস: ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে বিএনপি বাইরে থেকে ‘অস্ত্রধারী গুন্ডা’ আনছে-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। উল্টো তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগই অস্ত্রশস্ত্র ও ৩০ লাখ কর্মীকে বাইরে থেকে ঢাকায় এনেছে।’ বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদেরের বক্তব্যের নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘এটা অত্যন্ত হাস্যকর। কে না জানে যে বিএনপির প্রার্থীরা, সাধারণ কর্মীরা বাড়িতে থাকতে পারছে না পুলিশের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে। আমাদের পক্ষে বাইরে থেকে লোক আনা বা কোনও অস্ত্রশস্ত্র জোগাড় করা যে অসম্ভব বিষয়। আমাদের পক্ষে এই কাজ সম্ভবও নয়, এটা আমরা করিও নাই।’ তিনি বলেন, ‘আমরা জানি আওয়ামী লীগ এটা আসলে করছে। তারা বাইরে থেকে নেতাকর্মীদের ঢাকা শহরে এনে সয়লাব করে ফেলেছে, ৩০ লাখ নেতাকর্মীকে ঢাকা শহরে এনেছে এবং অস্ত্রশস্ত্রসহ এনেছে।’ অস্ত্রশস্ত্র নিয়ে আসতে আওয়ামী লীগের কর্মীরা সাহস পায় বলে দাবি করেন বিএনপির এই নেতা। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। এই কাজটি তারা করেছে। আর করবে বলেই আগে থেকে বিএনপির ওপরে দোষ চাপানোর জন্য ওবায়দুল কাদের এই কথা বলেছেন।’ কারণ, ‘উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে’ চাপানোর অভ্যাস আওয়ামী লীগের পুরনো বলে মন্তব্য করেন তিনি।

Share.