ইউরোপে আবার উড়বে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান

0

ডেস্ক রিপোর্ট: ইউরোপের আকাশে আবারও উড়বে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান। এজন্য, পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন নিরাপত্তা কর্তৃপক্ষ। আগামী ৭ সেপ্টেম্বর কানাডার ভ্যানকুভার থেকে পরীক্ষামূলক এ ফ্লাইটগুলো চলবে। এর আগে গেলো বছর দু’টি ভয়াবহ দুর্ঘটনার পর পুনরায় উড্ডয়নের অনুমতির অপেক্ষায় রয়েছে এ মডেলের বিমানটি। এর দুই মাস আগে যুক্তরাষ্টও এ বিমান পরীক্ষামূলকভাবে পরিচালনা করেছে।  পহেলা সেপ্টেম্বর লন্ডনের গেটউইক বিমানবন্দরেও পরীক্ষামূলকভাবে চালানো হবে এ মডেলের বিমান। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলে যাত্রীসহ আকাশে উড্ডয়নের অনুমতি পাবে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স

Share.