বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ইথিওপিয়ায় ৪টি মসজিদে আগুন দেয় দুর্বৃত্তরা

0

ডেস্ক রিপোর্ট: ইথিওপিয়ায় ৪টি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। দেশটির আমহারা অঞ্চলে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দেশটির হাজার হাজার মুসলিম রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে সাড়ে তিনশ কিলোমিটার উত্তরাঞ্চলের মোট্টা শহরে গত শুক্রবার হামলা চালিয়ে চারটি মসজিদ পুড়িয়ে দেওয়া হয়। এ সময় ওই এলাকায় মুসলিমদের কিছু ব্যবসা-প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। মুসলিমরা হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই হামলাকে ইথিওপিয়ার ধর্মীয় সহিষ্ণুতা ও সহাবস্থানের সমৃদ্ধ ইতিহাস ধ্বংস করে দেওয়ার জন্য উগ্রপন্থীদের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। সম্প্রতি দেশটির কিছু অঞ্চলে জাতিগত সহিংসতা দেখা গিয়েছে, যেটা পরবর্তীতে ধর্মীয় সহিংসতায় পরিণত হয়। সূত্র: আল-জাজিরা

Share.