শনিবার, ডিসেম্বর ৭

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত

0

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ায় রাস্তার খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। দেশটির স্থানীয় সময় সোমবার মধ্যরাতে এ হতাহতের ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি ৫০ জন যাত্রী ছিল। পুলিশ জানিয়েছে, সুমাত্রা প্রদেশের একটি নদীতে প্রায় ৫০০ ফুট গভীরে বাসটি পড়ে যায়। এঘটনায় কিছু যাত্রী এখনও আটকা পড়ে আছে। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

Share.